সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৬, ২০২০
news-image

প্রেস বিজ্ঞপ্তিঃ

কুমিল্লার সদর দক্ষিণ থেকে পিকআপে করে বিদেশী মদ পরিবহনকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১১ এর সিপিসি-২।

শুক্রবার রাতে সদর দক্ষিণ থানার উলন সাকিনস্থ চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ৭৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

আটককৃতরা কুমিল্লার নাঙ্গলকোটের পোশাই গ্রামের হক সাহেবের ছেলে মোঃ শাহীন আলম @ শাহীন (২৭) ও একই এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ আলী আসগর @ সোহাগ (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

 

আর পড়তে পারেন