কুমিল্লার সদর দক্ষিণ থেকে নারী মাদক ব্যবসায়ীসহ আটক ২
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ৩৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
৩০ জুলাই বিকালে সদর দক্ষিণের গোপিনাথপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ইলিয়াস কাঞ্চন@তারেককে (১৯) আটক করা হয়। সে কুমিল্লার দুতিয়া দিঘীর পাড় গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
পৃথক আরেকটি অভিযানে ৩১ জুলাই রাতে সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ মোসাঃ হামিদা আক্তার লিজাকে (২৫) আটক করা হয়। সে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে উপজেলার আলমপুর গ্রামের মোঃ আছদ্দার আলীর মেয়ে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।এ বিষয়ে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।