কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ৪ জনসহ আরও ১১ জনের করোনা শনাক্ত

রকিবুল হাসান রকিঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৩ জনে। আজ সোমবার (১৩ জুলাই) নতুন করে আরও ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে সদর দক্ষিণ মডেল থানায় ১ সাব-ইন্সপেক্টর (এস আই) সহ ৪ জন, উপজেলা স্বাস্থ্য অফিসে ১ জন, চৌয়ারা ইউনিয়নের দক্ষিণ রামপুর ১ জন, বিজয়পুর ইউনিয়নের কৃষ্ণপুর ১ জন, বারপাড়া ইউনিয়নের টঙ্গীরপার ২ জন, একই ইউনিয়নের আবদুল্লাহপুর ১ জন এবং দূর্গাপুর ১ জন।
সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর দক্ষিণে এখন পর্যন্ত ৭৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৭১৬ জনের। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ১৫৩ জন। সুস্থ হয়েছে ৭৯ এবং এখন পযর্ন্ত মৃত্যু ১ জনের।