রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার হত্যা মামলা : খালেদার জামিন আবেদনের আদেশ কাল

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৫, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি শেষ হয়েছে। একই সঙ্গে জামিন আবেদনের বিষয়ে আগামীকাল (বুধবার) রায় দেয়ার দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষ হলে এ আদেশ দেয়া হয়। আদালতে আজ (মঙ্গলবার) রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং খালেদা জিয়ার পক্ষে এ জে মোহাম্মদ আলী।

২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন ২০ জন।

ওই ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় এ হত্যা মামলা করা হয়। পরে এ মামলায় খালেদা জিয়াকে আসামি দেখানো হয়।

আর পড়তে পারেন