কুমিল্লায় অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পাচারকালে আটক ২
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা পাচারকালে ৪ হাজার ৬৯০ পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারিকে আটক করেছে র্যাব-১১ এর সিপিসি-২ এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে আমতলী বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের মধ্যে আবুল ফয়েজ (৭০) এর পেটের ভিতর ইয়াবা রয়েছে। এরপর একটি স্থানীয় হাসপাতালে নিয়ে এক্সরে করলে পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে বিশেষ পদ্ধতিতে পেটের ভিতর থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা বের করা হয়। অন্য আসামী মোঃ জাহান শরিফ (৫২) এর দেহ তল্লাশী করে ১ হাজার ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী গ্রামের মৃত মোহাম্মদের ছেলে আবুল ফয়েজ (৭০) এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজলার পুরাচক গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মোঃ জাহান শরিফ (৫২)।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।