মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩১, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বাবরকান্দি-ছিনাইয়া পাকা রাস্তা থেকে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতরকৃতরা হলো- উপজেলার ছয়ফুল্লাহকান্দি গ্রামের মোঃ মোহন মুন্সির ছেলে মুন্সি সানজিদ (২২), ইটাভাড়া গ্রামের ইরন মিয়ার ছেলে সজল (২২) এবং জয়দেবপুর মাথাভাঙ্গা গ্রামের মৃত বশির মিয়ার ছেলে খলিল (২৫)।

হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি জানান, বাবারকান্দি ছিনাইয়া পাকা রাস্তায় রাত আটটার দিকে সশস্ত্র একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশ তাদের তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাদের কাছ থেকে একটি রামদা ও বিভিন্ন সাইজের কয়েকটি কাঠের লাঠিসোঠা উদ্ধার করা হয়।

তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন