শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় জাতীয় ছাত্র সমাজের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৪, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টার ঃ

জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম বিভাগীয় (বৃহত্তর কুমিল্লা) কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর, কুমিল্লা মহানগর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, বি-বাড়িয়া, চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, ফেনী জেলাসমূহের সাংগঠনিক সভা রবিবার বিকালে কুমিল্লা নগরীর টাউন হল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

জাতীয় ছাত্র সমাজ কুমিল্লা দক্ষিণ জেলার আয়োজনে সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রিয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ জামাল উদ্দিন।

চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক শাহ ইমরান রিপনের সভাপতিত্বে সাংগঠনিক সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পাটির ১নং যুগ্ম-সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, কুমিল্লা মহানগর জাতীয় পাটির আহবায়ক সালামত আলী খান বাচ্চু, সদস্য সচিব কাজী নজমুল ছুট্রু।

চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব ইরশাদুল হক সিদ্দিকীর পরিচালনায় সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রিয় কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক ইব্রাহিম খান জুয়েল, কেন্দ্রিয় আহবায়ক কমিটির সদস্য মোঃ জামাল হোসেন, কুমিল্লা দক্ষিন জেলার সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারন সম্পাদক গোলাম রাসেল, কুমিল্লা মহানগর ছাত্রসমাজের সাধারন সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সভাপতি মাছুম বিল্লাহ তুহিন, বি-বাড়িয়া জেলা সভাপতি জামাল উদ্দিন, লক্ষীপুর জেলা সভাপতি মোঃ আরমান, নোয়াখালী জেলা সভাপতি মোঃ জুয়েল, ফেনী জেলা সভাপতি আতাউল্লাহ আরিফ, কুমিল্লা উত্তর জেলা ছাত্র সমাজ নেতা মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ দ্বীন ইসলাসসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আর পড়তে পারেন