মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ডোবা হতে এক যুবকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৪, ২০২১
news-image

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার দেবিদ্বারে ডোবা থেকে জামশেদ (১৭) নামের এক যুবকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবনগর গোমতী নদীর বেড়িবাঁধ এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায় যে,নিহত জামশেদ উপজেলার ছোট আলমপুর এলাকার বাসিন্দা। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার সকাল থেকে যুবকের মরদেহ ডোবার মধ্যে ভাসছিল। পরে তা দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আর পড়তে পারেন