কুমিল্লায় নবনির্মিত ভবনের বেজমেন্ট থেকে মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টঃ
কুমিল্লা সদরের একটি ভবনের বেজমেন্ট থেকে অরূপ কর্মকার (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত ধনঞ্জয় কর্মকারের ছেলে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বজ্রপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, নগরীর বজ্রপুর এলাকার ইউসুফ হাইস্কুলের পাশে নবনির্মিত একটি ভবনের বেজমেন্টে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।