কুমিল্লায় পুরাতন বিমান বন্দর থেকে কঙ্কাল উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলার পুরাতন বিমান বন্দর এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ সময় প্যান্টের প্যাকেট থেকে একটি মোবাইল ও কয়েকটি ভিজিটিং কার্ড পাওয়া যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পুরুষের কঙ্কাল।
শনিবার সন্ধ্যায় বিমান বন্দরের নির্জন স্থানে ঝোপঝারের ভেতর কঙ্কাল দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে রাত সাড়ে ৭ টায় কঙ্কালটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে প্রেরন করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সদর দক্ষিণ থানা পুলিশের এস আই সাহিদার রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে কয়েকমাস আগে তাকে হত্যা করে পুরাতন বিমান বন্দরের নির্জন স্থানে ফেলা হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা যায়নি। তার সাথে থাকা মোবাইল সিম ও ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় সনাক্তের প্রক্রিয়া চলছে। ভিজিটিং কার্ডটি চৌদ্দগ্রাম এলাকার । বিস্তারিত পরে জানা যাবে।