মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণে মাদকসহ তিনজন মাদক ব্যবসায়ী আটক

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩০, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

পৃথক দুইটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ থানা এলাকা থেকে ৬৩ বোতল বিদেশী মদ, ০৮ বোতল বিয়ার, ১০ কেজি গাঁজা এবং ০২টি তলোয়ারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩০ এপ্রিল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বিজয়পুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫৪ বোতল বিদেশী মদ, ০৮ বোতল বিয়ার এবং ০২টি তলোয়ারসহ একজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বিজয়পুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে শারুখ খান(২৬)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সদর দক্ষিণ মডেল থানার শ্রীমন্তপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজা এবং ০৯ বোতল বিদেশীমদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার জুলাই জাম্বুরা গ্রামের মোঃ মাসুক মিয়ার ছেলে মোঃ সাব্বির হেসেন(২৪) এবং একই গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ রাজিব(২৪)।

চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আর পড়তে পারেন