শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বন্দুকসহ সন্ত্রাসী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১২, ২০১৯
news-image

 

অনলাইন ডেস্ক;
কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় তৈরি দুইটি বন্দুক ও দশটি কার্তুজসহ সাত মামলার আসামী সন্ত্রাসী রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার আলকরা ইউনিয়নের আলকরা গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নুরুল হক প্রকাশ হুক্কি মিয়ার ছেলে।

মঙ্গলবার (১২ নভেম্বর) থানার এএসআই সুমন দাস তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত রমজান আলীর বিরুদ্ধে থানায় মাদক ও মারামারির ঘটনায় সাতটি মামলা রয়েছে। এরমধ্যে দুইটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে রমজান আলীকে পাশ্ববর্তী তাঁর ফুফুর বাড়ি থেকে দেশীয় তৈরি দুইটি বন্দুক ও দশটি কার্তুজসহ গ্রেফতার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আর পড়তে পারেন