কুমিল্লায় ভিটামিন এ প্লাস প্রথম রাউন্ড উপলক্ষে সিভিল সার্জন কার্যালয় ও সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রেস ব্রিফিং
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় ভিটামিন এ প্লাস প্রথম রাউন্ড উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় ও সিটি কর্পোরেশনের উদ্যোগে এ পৃথক দু’টি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন কার্জন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, ১৪ জুলাই ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে। কুমিল্লা জেলায় ১০ লাখ ৩০ হাজারেরও বেশী শিশু এর আওয়তায় ভিটামিন এ ক্যাপসুল গ্রহন করবে।
অপর অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মনিরুলহক সাক্কু জানান, ১৪ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে কুমিল্লা নগরীর ১৫৬টি কেন্দ্রে ১ লাখ ২৯ হাজার ৬১টি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ।