কুমিল্লায় মুরাদনগরে বাঙ্গরাবাজার থানার কান্ড!

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বেরসিক পুলিশের ভৌতিক মামলার ফাঁদে পড়লেন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির প্রাইভেট সেক্টর চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ওবায়দুল হক এবং ঢাকা মেডিকেলের অর্থোপেডিক্স বিভাগে অপারেশনে চিকিৎসাধীন আবদুল কাউয়ুম মোল্লা বিষ্ফোরক আইনের মামলায় আসামী হয়েছেন। ওই মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৮২ জনকে আসামি করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় কুমিল্লা প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে অভিযোগে প্রকৌশলী ওবায়দুল হক জানান, তিনি ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি করেছেন। পেশাগত জীবনেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার পৈত্রিক নিবাস কুমিল্লার মুরাদনগরে হলেও স্বপরিবারে বসবাস এবং পেশাগতভাবে চট্টগ্রামে অবস্থান করছেন। এ বিষয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে বাঙ্গরা বাজার থানার ওসির শাস্তি দাবী করে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষই করেন।
সূত্রঃ ইনকিলাব