কুমিল্লায় সেই আ’লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল
ডেস্ক রিপোর্টঃ
টাকা দিলে নমিনেশন হয়, মন্ত্রিত্ব পাওয়া যায়’ নৌকা যারা করে সব রাজাকারের বাচ্চা, কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের এমন ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকে প্রতিবাদ ঝড়ে উত্তাল গোটা উত্তর জেলা।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলার দেবিদ্বার নিউমার্কেট স্বাধীনতা চত্বরে ঝাড়ু মিছিল বের করেন নারীরা। অভিযুক্ত রোশন আলী মাস্টারের ছবি নিয়ে এমন প্রতিবাদ করেন তারা। এ সময় রোশন আলীকে অবিলম্বে বহিষ্কারসহ আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা বলেন, তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। বিএনপির সঙ্গে তার আঁতাত রয়েছে, যার ফলে দলে বসে সরকারবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই নেতা।
অভিযোগের বিষয়ে রোশন আলী মাস্টার বলেন, আমার খণ্ডিত বক্তব্য ভাইরাল করা হয়েছে। বাস্তবে আওয়ামী লীগ বিরোধী কোনো ষড়যন্ত্রের সঙ্গে আমি সম্পৃক্ত নই।