কুমিল্লা চৌয়ারা ডিগ্রী কলেজের নবীন বরণ
আশিকুর রহমান আশিকঃ
কুমিল্লা চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ- ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কলেজ মাঠে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নোমান খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, সাবেক অধ্যক্ষ আলকাছুর রহমান খোকা, সদর দক্ষিণ থানার ওসি (তদন্ত) কমল কৃষ্ণ ধর, কাউন্সিলর আবদুস সাত্তার, আবুল হাসান মাহমুদসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিগত উপস্থিত ছিলেন।