কুমিল্লা নগরীতে অসহায়দের মাঝে জেলা যুবলীগের ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা যুবলীগের উদ্যোগে নগরীতে অসহায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা জিএস আতিকুর রহমান খান পিন্টুর নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের আহ্বায়ক মনির হোসেন জান্টু, এলজিইডি মন্ত্রীর সমন্বয়কারী কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মোরশেদ, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মো. জালাল উদ্দিন, সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমন, জেলা যুবলীগ নেতা আক্তার হোসেন আকাশ প্রমুখ।