কুমিল্লা নগরীতে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীতে শশুর বাড়িতে তাহমিনা বেগম (২৫) নামের এক সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পারিবারিক কলহের জের ধরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা হয়েছে বলে জানা গেছে।
নিহত তাহমিনা কুমিল্লা নগরীর ১৭ নং ওয়ার্ডের গোবিন্দ পুকুরপাড় এলাকার হাবিব মিয়ার স্ত্রী।
এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) বিল্লাল হোসেন সন্ধ্যা সাড়ে ৬ টায় জানান, আমাদের কেউ অবহিত করেনি। খোঁজ নিয়ে দেখছি।