কুমিল্লা নগরীতে প্রচার প্রচারণায় ব্যস্ত স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু

শাহ ইমরানঃ
কুমিল্লা সিটি করপোরেশন ( কুসিক) নির্বাচনে দুইবারের সাবেক সদ্য বিদায়ী মেয়র মোঃ মনিরুল হক সাক্কু আজ সকালে নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
তিনি বিকাল ৫ টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে জনসংযোগ করেন। এসময় সাবেক মেয়র মনিরুল হক সাক্কু নগরীর কান্দির কান্দিরপাড়, রাণীর বাজার, জিলা স্কুল রোড, রামঘাটলা মার্কেটের দোকান ও ক্রেতাদের সাথে হাত মিলান এবং ভোট চান তার জন্য। সমবায় মার্কেট, নিউ মার্কেট, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোড,একে ফজলুল হক রোড, টাউনহলের সামনের রাস্তা এবং বিভিন্ন স্থানে জনসংযোগ করেন।
সাবেক মেয়র সাক্কু বলেন, আমি জনগণের লোক তাই জনগণের খুব কাছে গিয়ে ভোট চাই। আমি যখন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলাম তখনও ভিক্ষুক শুরু করে সব দলের লোক আমার কাছে এসেছে। আমার কাছে কোন ভেদাভেদ নেই।