কুমিল্লা নগরীতে বিউটি জোন এন্ড লার্নিং সেন্টারের উদ্বোধন

উজ্জ্বল হোসেন বিল্লাল:
কুমিল্লা নগরীর মনোহরপুরের একটি রেস্টুরেন্টে বিউটি জোন এন্ড লার্নিং সেন্টারের উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে এ সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিউটি জোন এন্ড লার্নিং সেন্টারের সভাপতি নাজমা বেগম, সহ-সভাপতি নাহার নাজমা, যোগাযোগ ব্যবস্থাপক শামীমা আক্তার ও শারমীন আক্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন এ সংগঠনের কো-অর্ডিনেটর শুভ।
উদ্বোধন শেষে নাজমা বেগম বলেন, আমরা যখন কাজ শিখছিলাম, তখন অনেক অবহেলা ও হয়রানির শিকার হয়েছিলাম। তাই এখন যারা এ পেশায় আসবে তাদের যেন আমাদের মত হয়রানির শিকার না হতে হয় সে জন্য এ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আমরা ঢাকা থেকে উন্নত মানের ট্রেইনারের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলবো।