কুমিল্লা নগরীর ছোটরায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লা নগরীর ছোটরায় গলায় ফাঁস দিয়ে তানিয়া (২২) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
বুধবার (২৩ জানুয়ারী) দুপুরে নগরীর ছোটরার হক মঞ্জিলে এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া ছোটরা হক মঞ্জিলের ভাড়াটিয়া। সে কসবা থানার কুটির বাসিন্দা। সে নগরীর পুলিশ লাইনের একটি প্যাথলজিতে কর্মচারী ছিলেন। তানিয়ার সাথে তার মা মরিয়ম বসবাস করেন। তার মা একজন গৃহপরিচারিকা।
স্থানীয় সূত্রে জানা যায়, তার স্বামী আজহারুল ইসলাম একজন সৌদি প্রবাসী। আত্মহত্যার পূর্বে তার স্বামীর সাথে তার মোবাইলে কথা কাটাকাটি হয়। যার কিছুক্ষন পরে তানিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তানিয়ার মা মরিয়ম বলেন, মোবাইলের পরিচয়ে ৮ বছর আগে তানিয়ার বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই তানিয়া ও তার স্বামীর মধ্যে সব সময় কথা কাটাকাটি হত। মেয়ের মা আরো বলেন, তিনি কাজে বের হওয়ার পর তানিয়ার স্বামী প্রবাস থেকে আমার কাছে মোবাইল করে বলেন, আপনি তাড়াতাড়ি বাসায় যান তানিয়া কি যেন করেছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার এস.আই শাহাবুর ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মৃত্যুর এখনও কোন সঠিক তথ্য পাওয়া যায় নি। মরদেহ ময়নাতন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তে সঠিক তথ্য পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।