কুমিল্লা নগরীর দুটি রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

শাহ ইমরান/ মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
বুধবার ( ১ জানুয়ারী ) বিকাল ৫টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার জাহাঙ্গীর জমজম টাওয়ার এ অবস্থিত হোটেল ভিক্টোরিয়ার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং গোল্ডেন ইস্পোন রেস্টুরেন্ট এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও ৮টি গ্যাস সিলেন্ডার জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট মোঃ আবু সাঈদ জানান,বাখরাবাদ ও জেলা প্রশাসন বিস্তারিত তদন্ত করে পরবর্তীতে পদক্ষেপ নিবে। কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।