কুমিল্লা পদুয়াবাজার বিশ্বরোড এ আগুন

সেলিম সজীবঃ
কুমিল্লা পদুয়াবাজার বিশ্বরোড এ আগুন কুমিল্লা পদুয়াবাজার বিশ্বরোড চারু বাদ্রাস মার্কেট আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে অনেক ক্ষয়ক্ষতি হয়ছে।
সোমবার (২৪ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে এই ঘটনা ঘটে।
পথচারীদের থেকে জানা যায়, হঠাৎ ভেতরে থাকা দোকানেত বৈদ্যুতিক সংযোগ বক্সটিতে বিকট শব্দ করে আগুন ধরে যায়। আওয়াজ শুনে ঘটনাস্থলে দোকানের কর্মচারী বাইরে চলে আসে। তারা দেখেন, রসনা বিলাসে দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করে। এ বিষয়ে পথচারী আবদুল্লাহ পারবেজ জানান, উচ্চ শব্দ করে দোকানের ভেতরের আগুন লাগে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।