শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৯, ২০১৭
news-image

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি । বুধবার বিকেলে প্রশাসিক ভবনে পরীক্ষা দপ্তরের অফিস সহায়ক মো: আলমগীর হোসেনের উপস্থাপনায় এবং প্রকৌশল দপ্তরের প্লাম্বার মো: জসিম উদ্দিনের সভাপতিত্বে এক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।
সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের চালক মো: নজরুল ইসলামকে আহ্বায়ক এবং পরিকল্পনা দপ্তবের অফিস সহায়ক মো: মহসিনকে সদস্য সচিব করে এ কমিটি গঠিত হয়।
বৃহস্পতিবার থেকে এ সমিতিটি তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এ দিকে নব গঠিত কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এবং কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। কর্মচারী সমিতির আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছে শিক্ষক সমিতি, কর্মকর্তা পরিষদ ও সাংবাদিক সমিতি।

আর পড়তে পারেন