শুক্রবার, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বোর্ডে অকৃতকার্য ৩৫ হাজার ৮১৪ জন

আজকের কুমিল্লা ডট কম :
মে ৬, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৮১৪ জন ফেল করেছে। যা বিগত বছরের তুলনায় অনেক কমেছে।

রবিবার (৬ মে) দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ডের কনফারেন্স হলে এক সংবাদ সম্মলনে পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো: শহিদুল ইসলাম জানান, এ বোর্ডের ধীনে ১ হাজার ৭০৭ টি প্রতিষ্ঠানে এস এস সি নির্বাচনী পরীক্ষায় কোন অকৃতকার্য পরীক্ষার্থীকে মূল পরীক্ষায় অংশগ্রহন করানো হয়নি। আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ভাল ফলাফলে জন্য মতবিনিময় সভা করেছি।

উল্লেখ্য যে, কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮২ হাজার ৭১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। যার মধ্যে ছেলে ৮১ হাজার ২৪০ জন ও মেয়ে ১ লক্ষ ১ হাজার ৪৭১ জন। পাশের হার ৮০ দশমিক ৪০ শতাংশ। পাশের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৭৯ দশমিক ৬৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫ জন। যা গতবারের তুলনায় বৃদ্ধি পেয়েছে । গতবার এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৪৫০ জন।

আর পড়তে পারেন