কুমিল্লা সদরের পাচঁথুবী ইউনিয়নে এক বৃদ্ধাকে দুদফা কুপিয়ে হত্যার চেষ্টা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের দক্ষিণ পাড়া সীমান্তের বাসিন্দা আ: জব্বার মিয়াকে কুপিয়ে, রড দিয়ে দু দফা রক্তাক্ত করেছে স্থানীয়রা। এ ঘটনায় আহতের ছেলে মারুফ হোসেন বাদি হয়ে কোতয়ালী থানায় একটি অভিযোগ করেছেন।
১১ এপ্রিল রাত ১০ টায় পাচথুবীর গোমতীর আইলের রাস্তার উপর ও ১৪ এপ্রিল বেলা ১১ টায় কুমিল্লা মেডিকেল হাসপাতাল রোডের বারাপাড়া এলাকায় দু দফা হামলা করে রক্তাক্ত করা হয় আ: জব্বার মিয়াকে।
পারিবারিক বিরোধের জের ধরে আমার বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানান আহতের ছেলে মারুফ হোসেন।
অভিযোগে আসামি করা হয় এই ইউনিয়নের গোমতীর আইল সংলগ্ন এলাকার মোঃ আবুল কাশেম (৪০), মোঃ ছাদেক মিয়া (৫৫), মোঃ টিটু (২৬), নুরে আলম (৪৫), মোঃ হাবিব মিয়া (২৫), মোঃ টুটুল মিয়া (২৮), বারাপাড়া এলাকার ইয়াছিন (৩৫) ও ইব্রাহিম (৩২), পাচথুবীর শাহিনুর আক্তার (৩০) ও রাশেদা বেগম (৪০) ।