শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় অবৈধ বাজি আটক করেছে বিজিবি

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২০, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে ২৬ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় অবৈধ বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অন্তর্গত বিবিরবাজার বিওপি’র আওতাধীন কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল সীমান্তের ৬ কিলোমিটার অভ্যন্তরে বানাশুয়া নামক স্থানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় মোট ১,০৪,২৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, যার বাজারমূল্য আনুমানিক ২৬,৪০,০০০ টাকা।

বিজিবি জানায়, নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আটককৃত বাজিগুলো যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

আর পড়তে পারেন