শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা স্টেডিয়ামে ১৪ অক্টোবর  শুরু হতে যাচ্ছে বয়স ভিত্তিক ক্রিকেট বাছাই পর্ব

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০২৪
news-image

স্টাফ  রিপোর্টার:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট এর  উদ্যোগে  কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আগামী ১৪ অক্টোবর  হতে যাচ্ছে প্রতি বছরের  ন্যায় বয়স ভিত্তিক বাছাই পর্ব -২০২৪/২৫।

উক্ত বাছাই পর্ব পরিচালনা করবেন চট্রগ্রাম বিভাগীয় কোচ মমিনুল হক ও চট্রগ্রাম বিভাগীয় সহকারী কোচ শামীম ফারুকী এবং সহযোগিতায় থাকবে  কুমিল্লা  জেলা কোচ  হাবীব মোহাম্মদ মোবাল্লেগ ।

আগ্রহী খেলোয়াড়দের  নিম্নে দেওয়া করণীয় গুলো অনুসরণ করে অংশগ্রহণ করতে হবে।

বয়স সীমা:
অনূর্ধ্ব ১৪- ০১/০৯/২০১০ বা এর পরে জন্মগ্রহণকারী খেলোয়াড়।
অনূর্ধ্ব ১৬- ০১/০৯/২০০৮ বা এর পরে জন্মগ্রহণকারী খেলোয়াড়।
অনূর্ধ্ব ১৮- ০১/০৯/২০০৬ বা এর পরে জন্মগ্রহণকারী খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারবে।

করনীয়:

বয়স প্রমাণের জন্য অনলাইন জন্ম নিবন্ধন এবং স্কুল সার্টিফিকেট (পিএসসি/জেএসসি/ এসএসসি),

অটো পাশের ক্ষেত্রে স্কুল প্রধানের স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র এবং বাবা-মার আইডি কার্ডের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজ ও দুই কপি স্ট্যাম্প সাইজের সদ্য তোলা ছবি লাগবে।

আগ্রহী খেলোয়াড়রা আগামী ১৪ অক্টোবর ( সোমবার) সকাল ৮ টায় উপরোক্ত কাগজপত্র ও খেলোয়াড়ী সরঞ্জাম নিয়ে খেলোয়াড়ী পোশাক পরিধান করে উপস্থিত থাকতে হবে।  গত বছর যাদের মেডিকেল হয়েছিল ওরাও উক্ত দিনে ট্রায়াল এর জন্য উপস্থিত থাকতে হবে।

উল্লেখ্য  যে,  এই কার্যক্রমে কোন ধরনের অর্থের প্রয়োজন নেই। তাই কেউ কারো সাথে আর্থিক কোন লেনদেনে যাবেন না , বলে সর্তকতা বার্তা দিয়েছেন  কুমিল্লা জেলা ক্রিকেট কোচ  হাবীব মোহাম্মদ মোবাল্লেগ।

আর পড়তে পারেন