রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আক্তারুজ্জামান সরকারের গনসংযোগ ও পথসভা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১২, ২০২৫
news-image

রাসেল আহমেদ, হোমনা:

আসন্ন সংসদ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার দিনব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও পথ সভা করেছেন। এসময় তিনি ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করেন।

শনিবার (১১ আক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন, দুলালপুর বাজার, দৌলতপুর বাজার ও চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজারে নেতাকর্মীদের সাথে নিয়ে তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেটের মাধ্যমে জনসাধারণের মাঝে বিতরণ করেন ও ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ করেন। এসময় তিনি বাজারের ব্যবসায়ী, বাজারে আগত জনসাধারণ সাথে কোলাকুলি, হ্যান্ডশেক ও কৌশল বিনিময় করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দাবী জনগণের নিকট পৌছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর সরকার, যুগ্ম আহবায়ক মোঃ হানিফ কনটাক্টর, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ভিপি অহিদুজ্জামান মোল্লা, ঘাড়মোরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাতেন সরকার, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন সরকার, হোমনা পৌর বিএনপির সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম ভুট্টু, উপজেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম প্রমুখ।

আর পড়তে পারেন