কুসিকের ৫ নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন আনোয়ার হোসেন মিঠু
স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনে প্রার্থী হচ্ছেন রাজনীতিবিদ ও ব্যবসায়ী আনোয়ার হোসেন মিঠু।
জানা যায়, আনোয়ার হোসেন মিঠু নগরীর মোগলটুলীর মৃত. আমির হোসেনের ছেলে। তিনি ১৯৯৮ সালে কুমিল্লা জেলা ছাত্র লীগের সদস্য ছিলেন । ১৯৭৯ সালে কুমিল্লা হাইস্কুলে পড়াবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন।
আনোয়ার হোসেন মিঠুর ছোট ভাই সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির জানান, ছাত্রাবস্থায় তিনি কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুপ্রেরনায় বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ছাত্রলীগের সাথে সম্পৃক্ত হন । তিনি মোগলটুলী ওয়ার্ড ছাত্র লীগের সাংগঠানিক সম্পাদক ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্র লীগের সক্রিয় কর্মী ছিলেন, ছাত্র সংসদের সকল নির্বাচেন ছাত্র লীগের প্যানেল বিজয়ে ভূমিকা রাখেন, এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। মোগলটুলীতে সকল সামাজিক কাজে স্বেচ্ছায় অংশ নেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকেন ।
আনোয়ার হোসেন মিঠু একজন সফল ব্যবসায়ী, প্রথম শ্রেনীর ঠিকাদার, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক এর দায়িত্বে আছেন ।
এই ওয়ার্ডে কাউন্সিলর আবীর আহমেদ ফটু মৃত্যুবরণ করার পর গত ২৯ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন রিটার্নিং অফিসার।
নির্বাচনের তফসিল অনুয়ায়ি কুমিল্লা সিটি কর্পোরেশনের ৫নং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনের জন্য রিটানিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১০ অক্টোবর। বাছাই হবে ১১ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।