“ক্লিন সিটি কুমিল্লা” নামক কর্মসূচি পরিচালনা করছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লার স্বেচ্ছাসেবীরা
ছাত্র সমাজের বিজয়, অদম্য শক্তির দ্যোতক, জ্ঞান-গরিমায় উদ্ভাসিত, নতুন দিনের সূর্যোদয়। আমরা দেশকে নতুন করে পেয়েছি।বিজয়ের রঙে রাঙা, আমরা গর্বিত জাতি, স্বাধীনতার মন্ত্রে বাঁধা, বীর বাঙালির খাঁটি।
দেশকে নতুন করে পূর্ণ গঠনের লক্ষ্যে ছাত্র সমাজের উদ্যোগে, ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলার স্বেচ্ছাসেবীরা, নিজ শহর থেকে কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়কে উল্লাসিত করার জন্য।
সেই লক্ষ্যেই তারা “ক্লিন সিটি কুমিল্লা” নামক কর্মসূচির মাধ্যমে আন্দোলনের ক্ষয়ক্ষতি ও ধ্বংসাবশেষ সরিয়ে একটি পরিচ্ছন্ন ও সুন্দর শহর গঠনের উদ্যোগ নিয়েছে। এবং শহরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছে। এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোনের উদ্যোগে কুমিল্লার পূবালী চত্বর ও টমছম ব্রিজের ট্রাফিক শৃংখলা কার্যক্রমে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইনচার্জ এর দায়িত্বরত ছিল কুমিল্লা জেলার ভলেন্টিয়ার ফর বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা।
এছাড়াও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং , পরিপরিষ্কার-পরিচ্ছনতা কার্যক্রম ,চাঁদাবাজি, ও মানুষের অধিকার রক্ষায় সচেতনতা মূলক মাইকিং কার্যক্রম পালন করে। একটি বলতে হয় যে সাধারণ মানুষও যেভাবে পেরেছেন এগিয়ে এসেছে সকল স্বেচ্ছাসেবীদের সাহায্য করেছে । সাধারণ জনগণ বলতে চাচ্ছে এমন স্বাধীন দেশ এ তো আমরা চেয়েছিলাম।