গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় ১২ জন নিহত
গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় ১২ জন নিহত
যুদ্ধবিধ্বস্ত গাজায় দুর্ভিক্ষের আশঙ্কার মধ্যে চলমান ত্রাণ কার্যক্রমে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। বৃহস্পতিবার সর্বশেষ হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে ইসরাইলি ড্রোন হামলার লক্ষ্য হন ত্রাণবাহী যানের নিরাপত্তারক্ষীরা। হামলায় আহত ৩০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
গাজার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীদের মরদেহ একটি মর্গে স্তূপাকারে রাখা হয়েছে।
গাজায় খাদ্য সংকট এবং উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের শঙ্কার মধ্যে চলমান ত্রাণ কার্যক্রমে বারবার হামলা চালিয়ে এটি ব্যাহত করার চেষ্টা করছে ইসরাইল। গত রোববার গাজার রাফায় আটা কেনার জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের ওপরও হামলা চালায় বর্বর বাহিনী, এতে অন্তত ১০ জন নিহত হয়।
এদিকে, বৃহস্পতিবার ভোরে পশ্চিম গাজার একটি আবাসিক ভবনে পৃথক হামলায় শিশুসহ ৬ জন নিহত হয়েছেন।
এর আগে, কেন্দ্রীয় গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আরেকটি বোমা হামলায় ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় অন্তত ৪৪,৮০৫ ফিলিস্তিনি নিহত এবং ১০৬,২৫৭ জন আহত হয়েছেন।
অব্যাহত ইসরাইলি হামলার মধ্যে ডিসেম্বরের শুরুতে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান প্রবেশপথ দিয়ে ত্রাণ সরবরাহ স্থগিত করে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)।
ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি গাজায় মানবিক সহায়তা পৌঁছানো অসম্ভব হয়ে ওঠার কথা জানিয়েছেন। এর পেছনে পাঁচটি প্রধান কারণ উল্লেখ করেন তিনি: গাজায় ইসরাইলের চলমান অবরোধ, ইসরাইলি কর্তৃপক্ষের বাধা, ত্রাণের পরিমাণ কমাতে রাজনৈতিক সিদ্ধান্ত, ত্রাণ পাঠানোর রাস্তায় নিরাপত্তাহীনতা এবং স্থানীয় পুলিশের ওপর আক্রমণ।
সূত্র: আল-জাজিরা