গোধূলি লগন
আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৪, ২০২৩

মোহাম্মদ খায়রুল আনাম:
নিস্প্রভ,ধূসর কুয়াশায় ঢাকা জীবনের গোধূলি লগন,
জীবন যবনিকার ওপারে পাড়ি দেয়ার শূন্য আয়োজন!
ঘুচে যাক,মুছে যাক সকল গ্লানি বেদনার বীণ,
সত্য-সুন্দরের আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি দিন।
দীপ্ত করো এপার-ওপার, মহান রাব্বুল ‘আলামিন,
কায়মনোবাক্যে এটুকু প্রার্থনা,আমিন, আমিন!!