চাঁদপুরের পুলিশ সুপারকে প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফুলেল শুভেচ্ছা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
তিনি গত শনিবার (১৮ মার্চ) চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আসলে এ শুভেচ্ছা জানানো হয়। প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন এর নেতৃত্বে সংগঠনের কার্যকরী সদস্য মোঃ জহির খাঁন এ শুভেচ্ছা জানান।
এ সময় প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার উপদেষ্টা শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, ঢাকা টাইলস হাউজের স্বত্বাধিকারী মোঃ জাহাঙ্গীর আলম খান, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান ইবনে আমিন, প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম মোল্লাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।