চাঁদপুরে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা
সিদ্দিকুর রহমান নয়ন ঃ
বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম মিতু আক্তার (২১)।
রবিবার (২৩ জুলাই) রাতে চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের বাজনা খাল চাঁদপুর গ্রামের বেপারী বাড়িতে রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে হযরত আলী পালাতক রয়েছে। ঘাতক হযরত আলী হাজীগঞ্জ উপজেলা দ্বাদশ গ্রামে ইউনিয়নের কাঞ্চন খোলা গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
নিহত মিতুর ভাই সুজন বলেন, আমার বাবা নাই। আমরা গরীব আমার বোনের হত্যাকারী হযরত আলী আমার বোনকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে । আমি ও আমার পরিবার আমার বোনের হত্যার বিচার চাই।
নিহতের মা রাবেয়া বেগম জানান, তার জামাতা হযরত আলী (২৬) বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। তারপর বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় তার লাশ দেখতে পাই।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মান্নান জানান, আমরা গলা কাটা এক নারীর মৃতদেহ উদ্বার করেছি।