রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বখাটে গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৭, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নে ইভটিজিংয়ের অপরাধে রবিবার সকালে এক বখাটে যুবককে ২০ দিন কারাদন্ডের রায় দিয়েছে ভ্রাম্যমান আদলত। গত শনিবার বিকেলে পুলিশ ওই বখাটেকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী বাইন হীরা এ রায় দেন।
ওই বখাটে যুবকের নাম মো: সিরাজুল ইসলাম পিতা নুরুল ইসলাম, বাড়ি উপজেলার বিদ্যাকুট গ্রামে। ইভটিজিং এর শিকার মাদ্রাসা ছাত্রীর পিতা মো: মতি মিয়া বাদী হয়ে ওই ইভটিজারসহ ৫ জনকে আসামী করে নবীনগর থানায় অভিযোগ দায়ের করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের মতি মিয়ার মেয়ে বিদ্যাকুট মেরকুটা পূর্ব পাড়া তোফতুল উলুম মহিলা মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় আসা যাওয়ার পথে ওই ইভটিজার তার সাঙ্গঁ পাঙ্গঁরা ওই প্রায়ই তাকে উত্ত্যাক্ত করত।
এ ঘটনার প্রতিবাদ করায় ওই ইভটিজাররা মেয়ের চাচা আবুল হাশিমকে মারধর ও মেয়েকে তুলে নিয়ে যাওয়ার হুমকি প্রদর্শন করে।
এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম সিকদার জানান, মূল আসামীকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়েছে।

 

আর পড়তে পারেন