শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদপুরে ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল আল হিলাল ফাউন্ডেশন

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩, ২০২৫
news-image

চাঁদপুরে ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দিল আল হিলাল ফাউন্ডেশন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

শিক্ষার মানোন্নয়নে কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক সামাজিক সংগঠন আল হিলাল ফাউন্ডশন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ইউনিয়নের দক্ষিণ আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশিকাটি গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাঁপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সেনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকাস্তা কাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাইকাস্তা আল মদিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন হিসেবে স্কুল ব্যাগ, কাগজ ও কলম তুলে দেন আল হিলাল ফাউন্ডেশন ও রহিমা মেমোরিয়াল ট্রাস্ট এর প্রধান পৃষ্ঠপোষক ইয়াসিন ফরহাদ রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফরহাদ রাসেল বলেন, আল হিলাল ফাউন্ডেশন গত নভেম্বর মাসে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করে আসছে। সেই সাথে আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফাউন্ডেশনের সদস্যরা। ক্রমান্বয়ে অন্যান্য সামাজিক ও মানবিক কার্যক্রমেও ভূমিকা রাখবে ফাউন্ডেশনটি। তিনি আরো বলেন, আলো হিলাল ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়ার যেকোন প্রয়োজনীয় উপকরণ দিতেও প্রস্তুত।

আল হিলাল ফাউন্ডশের আহ্বায়ক জাহিদুল ইসলাম খান (সাদ্দাম) এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী বাবুল, বিএনপি নেতা সিরাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ফয়েজুন্নেসা মুক্তা, ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ সহ উক্ত বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক- শিক্ষার্থী এবং অভিভাবকগণ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আর পড়তে পারেন