সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় তানভীর হত্যার ঘটনায় তিতাসের কামালসহ ১৪ জনের নামে মামলা

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৮, ২০২৪
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চান্দিনায় যুবলীগ নেতা তানভীর হত্যার ঘটনায় তিতাসের কামালসহ ১৪ জনের নামে মামলা করা হয়েছে। অজ্ঞাতনামা আরো ১০-১২ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে চান্দিনা থানায় মামলাটি দায়ের করেন নিহত যুবলীগ নেতার মা নিলুফা ইয়াসমিন। জিজ্ঞাসাবাদের জন্য আটক মামলার ১নং আসামী মোঃ সেলিমকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছেন পুলিশ।

বুধবার (৫ জুন) উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের সেলিম মিয়ার বাড়ীর পাশ থেকে তানভীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। যুবলীগ নেতা তানভীর আহমেদ ভুঁইয়া বাড়েরা ইউনিয়নের গনিপুর গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছিলেন।

মামলার বাদি নিহত তানভীরের মা নিলুফা বেগম বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আগেও কয়েকবার মারার চেষ্টা করা হয়েছিলো। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং ফাসির দাবী জানাচ্ছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) নোমান হোসেন বলেন, তানভীর হত্যার ঘটনায় তাঁর মা নিলুফা বেগম বাদি হয়ে মামলা করেছেন। ১নং আসামী সেলিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আর পড়তে পারেন