চান্দিনায় ব্যবসায়ীকে গুলি করেছে ইউপি সদস্য

সেলিম সজীবঃ
কুমিল্লার চান্দিনায় এরশাদ মিয়া (৩৬) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে বাতাঘাসী ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক স্বর্ণকার। মঙ্গলবার (২৭ মার্চ) দুপুর পৌঁনে ১টায় বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত এরশাদ ওই গ্রামের আলী আহাম্মদের ছেলে। তাকে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলাকারী ফারুক স্বর্ণকার একই গ্রামের বারেক স্বর্ণকারের ছেলে। তিনি বাতাঘাসী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এরশাদ ও ফারুক স্বর্ণকারের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ফারুক স্বর্ণকার পিস্তল বের করে এরশাদকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরিফুর রহমান বলেন, ‘আহত এরশাদ মিয়ার ডান পায়ে গুলি লেগেছে। আমাদের এখানে সার্জারির ব্যবস্থা না থাকায় কুমেকে পাঠানো হয়েছে। ‘
এ ব্যাপারে চান্দিনা থানার উপ পরিদর্শক (এসআই) স্বপন কুমার সরকার জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।