চিকিৎসকের ভুল চিকিৎসায় মদিনা হাসপাতালে শিশুর মৃত্যুর অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ
চিকিৎসকের ভুল চিকিৎসায় কুমিল্লার মদিনা হাসপাতালে সাড়ে ৬ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২০ এপ্রিল) রাত ৮ টার দিকে কুমিল্লার সদর দক্ষিণের ২১ নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুরের লাকসাম রোডে অবস্থিত মদিনা হাসপাতালে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত শিশু নাফিস আহমেদ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পাটকরা গ্রামের তৌফিক আহমেদের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইমদাদুল হকের পরামর্শে শিশু নাফিসকে গলার টিউমার অপারেশনের জন্য মদিনা হাসপাতালে ভর্তি করা হয়। রাতে অপারেশন করার সময় এনেসথেয়িয়া দেয়ার পর শিশুটির মৃত্যু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, প্রভাবশালি কিছু লোকের মাধ্যমে নিহতের পরিবারের সাথে সমঝোতা করে বিষয়টি ধামাচাপাঁ দেয়ার চেষ্টা চলছে। এ ঘটনাটি আড়াল করতে প্রায় ৮০ হাজার টাকা লেনদেন হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে মদিনা হাসপাতালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কারো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান জানান, এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি।