চৌদ্দগ্রামের কাশিনগরে কৃষকদের কীটনাশক স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ
শাহ ইমরানঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এলজিএসপি (২০১৭-১৮)প্রকল্পের আওতায় কাশিনগর ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কীটনাশক ঔষধ প্রয়োগের জন্য ১২০ টি স্প্রে মেশিন বিতরণ করা হয় ।
এরপর কাশিনগর ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২৫ ডিসেম্বর)বিকেল ৪ টায় ইউপি পরিষদ প্রাঙ্গনে কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ বেগম । এছাড়া আরো বক্তব্য রাখেন ইউপি প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন।