চৌদ্দগ্রামে অজ্ঞাত যুবকের রক্তমাখা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পরিচয়হীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৭) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
লুঙ্গি পরা অবস্থায় লাশটির ডানপায়ে এবং মাথায় গুরুতর আঘাত এবং মুখমন্ডল রক্তমাখা দেখা যায়।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শুভরঞ্জন চাকমা জানান, স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।