চৌদ্দগ্রামে গৃহবধু হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ১৩

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু আয়েশা আক্তার হত্যা মামলায় তার স্বামী শাকিল মিয়াসহ ওয়ারেন্টভুক্ত ১৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা।
গ্রেফতারকৃতরা হচ্ছে- হত্যা মামলার আসামী পৌরসভার বীরচন্দ্রনগর গ্রামের শাহ আলমের ছেলে শাকিল হোসেন(২৮), মাদক মামলার আসামী বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে হারুন(৩৫), আবদুর রউপের ছেলে মমিন(৩০), আবদুল মালেকের ছেলে ইউনুছ(৩৮), উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুরের তৈয়ব আলীর ছেলে আবু মিয়া(৩৪), ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়ার আবদুল হকের ছেলে খোকন(৩৪), জগন্নাথদীঘি ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা গ্রামের আবুল কালামের ছেলে সোহেল মিয়া(১৮), উত্তর বেতিয়ারা গ্রামের কবিরুল ইসলামের ছেলে আলম(১৯), চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবদুল মমিনের ছেলে আবু বকর ছিদ্দিক(২৭), আলকরা ইউনিয়নের সোনাইছা গ্রামের ছানু মিয়ার ছেলে মমিন(৪০), বাবু মিয়ার ছেলে তারেক(১৮), বেলাল হোসেনের ছেলে রিয়াদ(১৮) ও ভাজনকরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে শাহাদাত হোসেন(২৪)।
চৌদ্দগ্রাম থানা সুত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামীসহ ১৩ জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।