সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে গ্রাফিতিতে ছাত্র-জনতার আন্দোলন

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৫, ২০২৪
news-image

 

স্টাফ রিপোর্টার :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে দেয়ালে গ্রাফিতি এঁকে চলেছেন স্বেচ্ছাসেবীরা। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও জনসচেতনতা মূলক প্রচারণ চালাচ্ছেন তারা।

মঙ্গল ও বুধবার (১৩ ও ১৪ আগস্ট) দুইদিন ধরে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়, ভূমি অফিস, বালিকা বিদ্যালয় ও কলেজ এরিয়া জুড়ে স্বেচ্ছাসেবীদের একটি সংগঠন এসব গ্রাফিতি আঁকছেন ও জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচি পালন করছেন।

এ সময় স্বেচ্ছাসেবীদের মাঝে উপস্থিত ছিলেন ইমাম হোসেন,মোঃ আনাস,জাহিদ হাসান পাপ্পু, রাকিব,রাশেদুল,সাকিব,মারুম,মিল্টন,ইমন,মাইনউদ্দিন,সিফাত,লিলি কর, দীপা মজুমদার,তৃশা পাল,স্বর্ণা দত্ত,সাবরিনা সাদিয়া,কানিজ ফাতেমা সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

স্বেচ্ছাসেবীরা রংতুলিতে দেয়ালে দেয়ালে সাম্প্রতিক আন্দোলনের নানা স্লোগান ফুটিয়ে তুলেছেন। আঁকা হচ্ছে ছাত্র-জনতার আন্দোলনকে উপজীব্য করে নানা চিত্রকর্ম।

দেয়ালে দেয়ালে লিখা হচ্ছে ‘ধর্ম যার যার দেশ সবার’ ধর্মীয় সম্প্রীতির এই বার্তা, ধর্মীয় প্রতীক চাঁদ তারা ও ক্রস, বাংলাদেশের মানচিত্র এমন নানা লেখায় রঙিন হয়ে উঠেছে দেয়াল। গ্রাফিতি আঁকায় অংশ নিচ্ছেন বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হোসেন বলেন, শুধু বাক স্বাধীনতা নয়, দেশ সংস্কারের জন্যও কাজ করব আমরা। স্বেচ্ছাসেবী মিজান ভূঁইয়া বলেন, সবার জন্য বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ছাত্রসমাজ।

আর পড়তে পারেন