চৌদ্দগ্রামে ছুফুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার:
পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য একটি দেশের মোট আয়তনের শতকরা২৫ ভাগ বনভূমির প্রয়োজন। বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদ ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য গাছপালা লাগানো ওতার পরিচর্যার প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে কুমিল্লার চৌদ্দগ্রামের ছুফুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে ছুফুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদ্রাসার গর্ভনিং বডির অভিভাবক সদস্য ইসহাক মজুমদার বাচ্চু, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী শহিদুল্লাহ, মাওলানা আবদুস সামাদ, প্রফেসার জাহাঙ্গীর আলম, জহিরউদ্দিন বিএসসি ও আলেক হোসেনসহ অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।