চৌদ্দগ্রামে পুলিশ সেবা সপ্তাহ পালিত

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ, কমিউনিটি পুলিশ ও স্থানীয় জনতার উদ্যোগে জাতীয় পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে থানা থেকে শুরু হয়ে র্যালী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার প্রদক্ষিণ করেন। র্যালীতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে উপস্থিত ছিলেন থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা, পরিদর্শক অপারেশন ত্রিনাথ সাহা, অন্যান্য এসআই ও এএসআইসহ সকল পুলিশ সদস্য। এছাড়াও র্যালীতে কমিউনিটি পুলিশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।