চৌদ্দগ্রামে বাসের চাপাঁয় পথচারি নিহত, আহত ৪
আরিফুর রহমান মজুমদার ঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসের চাপাঁয় মনোয়ারা বেগম (৪০) নামের এক পথচারি নিহত হয়েছে। এ সময় বাসের যাত্রী একই পরিবারের ৪ জন আহত হয়।
বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যা সোয়া ৬ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম কুমিল্লা সদরের মুরাদপুর এলাকার ফুল মিয়ার স্ত্রী। আহতরা হলেন বাগেরহাট জেলার সরণখোলা গ্রামের লিটন মিয়া (৩৫), তার স্ত্রী সুফিয়া বেগম (২৬), কণ্যা ফারজানা (৫) ও ছেলে জাহিদুল (৩)।
মিয়ারবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম মিয়া জানান, রাস্তা পারাপারের সময় চট্টগ্রাম থেকে বাগেরহাট গামী একটি বাসের চাপাঁয় পথচারি মনোয়ার বেগম ঘটনাস্থলে নিহত হন। এ সময় পথচারিকে বাচাঁতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। এ সময় ৪ জন বাসের যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়েছে।