চৌদ্দগ্রামে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক সেক্রেটারী সাজেদুর রহমান মোল্লা হিরণের উপর সাংগঠনিক সভায় হামলার প্রতিবাদে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুন্সীরহাট বাজারে এ উপলক্ষ্যে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক, সদস্য সচিবের উপস্থিতিতে গত ২৪শে মার্চ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভায় প্রবেশের সময় হিরণ মোল্লার উপর আতর্কিত হামলা করে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কামরুর হুদার নেতাকর্মীরা।
এসময় হিরণ মোল্লা পাশের একটি মার্কেটে আশ্রয় নেয়। কিছুক্ষণ পরে উশৃঙ্খল নেতাকর্মীরা সেখানে গিয়ে হিরণ মোল্লার উপর হকিষ্টিক সহ দেশিয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আবারো হামলা করে।
দ্বিতীয়বারের আতর্কিত হামলায় হিরণ মোল্লা মাথায় ও পায়ে গুরুতর আঘাত পায়। এসময় হিরণ মোল্লাকে বাঁচাতে গিয়ে উপজেলা ছাত্রদল নেতা মো. সোহাগসহ অন্তত ১৫জন নেতাকর্মী আহত হয়। সাংগঠনিক সভায় এ হামলা ইতোমধ্যে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। আমরা অবিলম্বে এ হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংগঠনিক শাস্তির দাবি জানাচ্ছি।
প্রতিবাদ মিছিল পরবর্তী সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মীর হোসেন মীরু, দপ্তর সম্পাদক কে এম শাহ আলম, উপজেলা বিএনপি’র সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুম, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা গোলাম অভি, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি’র সাবেক সেক্রেটারী আব্দুল কাদের মোল্লা বাবলু, শুভপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শুভপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সোহাগ, শুভপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নবির হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা ইমরান মজুমদার, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হিরন, কামাল মোল্লা, মিলন ভূঁইয়া প্রমুখ।