চৌদ্দগ্রামে লরি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে লরির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছফুয়ায় এ নিহতের ঘটনা ঘটে। নিহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ এ কে এম শরফউদ্দিন জানান, চৌদ্দগ্রাম উপজেলার ছফুয়ায় ঢাকাগামী একটি লরি পেছন থেকে একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলে মারা যায়। এ সময় লরি নিয়ে চালক পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।