সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৬, ২০২৪
news-image

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজা সহ মো: ইকবাল হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ সিদলাই ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের আনছার মৌলভীর বাড়ীর মৃত আবুল বাশারের ছেলে। বর্তমানে ইকবাল হোসেন উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি গ্রামে হক মিয়ার ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতো।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ০৬:১৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: জসিম উদ্দিন দেওয়ানের নেতৃত্বে থানার সহকারী উপ-পরিদর্শক মো: সোলেমান ভূঁইয়া ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জনৈক রফিক মিস্ত্রির বাড়ী সংলগ্ন কাঠ বাগানের ভেতর থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ৫০ কেজি গাঁজা সহ ইকবাল হোসেনকে আটক করে। পরে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা (মামলা নং-১৫/১৬.০৫.২০২৪ খ্রিস্টাব্দ) দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বৃহস্পতিবার সকালে থানা পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

আর পড়তে পারেন